Followers

Monday, April 10, 2023

আইন ও বিচার আসলে কার জন্য?

 

গাজীপুর মাদ্রাসার ৩য় শ্রেনীর এক ছাত্রী, নয় বছর বয়সের একটা শিশু, স্থানীয় এক প্রভাবশালী বেক্তি গত ৭এপ্রিল শুক্রবার ২০২৩ তারিখ গরুর খামারে নিয়ে ধর্ষন করে। মেয়েটি ভয়ে কাওকে কিছু বলেনি। গত ০৯ এপ্রিল রবিবার আবার তাকে ধর্ষনের চেষ্টা করলে মেয়েটি তার মাকে জানায়। মেয়েটির মা-বাবা স্থানীয় মাতব্বরদের কে জানালে তারা বিচার না করে ধর্ষন কারিকে মেয়েটির বাবা মায়ের কাছে মাফ চেয়ে নিতে বলে। পরে স্থানীয় মহিলা কাউন্সিলর কে জানালে তিনি নির্বাচন নিয়ে ব্যস্থ আছে বলে থানায় যাওয়ার পরামর্শ দেন। মেয়েটি ও মেয়েটির বাবা মা ০৯ এপ্রিল রবিবার থেকে থানায় আছে কিন্তু এখনো থানা কোন ব্যবস্থা নেইনি। মেয়েটির বড় বোন বিষয়টা আমাকে মাত্র ফোন করে বিষয়টি জানালো। মেয়েটির পরিবার অনেক দরিদ্র। এত রাতে এখন আমি কি ভাবে তাদের সহায়তা করতে পারি?

No comments:

Post a Comment

বাংলাদেশের পোশাক শিল্প: সমৃদ্ধির আড়ালে শ্রমিকদের দুর্দশা:

  বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হলো পোশাক শিল্প। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশ আসে এই খাত থেকে। বিশ্বজুড়ে 'মেইড ইন বাংলাদেশ...