Followers

Monday, April 10, 2023

রানা প্লাজার ভবন মালিক সোহেল রানার জামিনের খবরে আমরা খুবিই হতাশ বিক্ষুব্ধ

আগামী ২৪ এপ্রিল রানা প্লাজা দিবস। ২০১৩ সালের ২৪ এপ্রিল সকাল ৯টার দিকে ধসে পড়ে সাভারের রানা প্লাজা। ঝুঁকি পূর্ন ভবন জেনেও কারখানা গুলোর মালিকরা পরিকল্পিত ভাবে কারখানা খোলা রাখে। শ্রমিকরা প্রতীবাদ করলে রানা প্লাজা ভবনের মালিক শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন করে শ্রমিকদের জোর করে কারখানায় প্রবেশ করতে বাধ্য করে। ভবনের নিচে চাপা পড়ে সাড়ে পাঁচ হাজারের বেশি পোশাক শ্রমিক। ওই ঘটনায় এক হাজার ১৩৮ জনের লাশ উদ্ধার করা হয়। ধ্বংসস্তূপের নিচ থেকে প্রায় তিন হাজার জন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়,যার বেশীর ভাগ শ্রমিক পঙ্গুত্ব বরণ করে জীবন মরণের সাথে লড়াই করে বেঁচে আছে।

সে সময় সারা দেশের গার্মেন্টস শ্রমিকরা রানা প্লাজায় শ্রমিক হত্যার প্রতীবাদে ফুঁসে ওঠে, সরকার বাধ্য হয়ে প্লাজার ভবন মালিক সোহেল রানাকে গ্রেফতার করে। গার্মেন্টস কারখানার মালিকদের দ্বায় থাকলেও তাদের আত্মসমর্পণ করিয়ে জামিন দেওয়া হয়।

আগামী ২৪ এপ্রিল নানান আয়োজনে এই ঘটনার ১০ বছর পুর্তি পালনের জন্য আমরা যখন প্রস্তুনি নিচ্ছি ঠিক সেই মুহূর্তে আমরা খবর পাচ্ছি। রানা প্লাজা ধস ও হতাহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

অথচ বাংলাদেশ সহ সারা বিশ্বের শ্রমিকরা রানা প্লাজা-তাজরিনসহ সকল শ্রমিক হত্যা কান্ডের বিচার দাবী করে আসছে। সরকার রানা প্লাজায় ও তাজরিনে নিহত শ্রমিকদের পরিবারের পূনবাসন ও আহত শ্রমিকদের সুচিকিৎসা ক্ষতিপূরণ পূনবাসন নিশ্চিত না করে বরং দ্বায়ী বেক্তিদের পূনবাসন করছেন। এর আগে তাজরিনের মালিক দেলোয়ারকে জামিন দিয়ে পূনবাসন করা হয়েছে আর আজ রানা প্লাজার ভবন মালিক সোহেল রানাকে জামিন দেওয়া হয়েছে। আজ রানা প্লাজার ভবন মালিক সোহেল রানার জামিনের খবরে আমরা খুবিই হতাশ বিক্ষুব্ধ।

আমি এর তীব্র নিন্দা ও প্রতীবাদ জানাচ্ছি।


No comments:

Post a Comment

বাংলাদেশের পোশাক শিল্প: সমৃদ্ধির আড়ালে শ্রমিকদের দুর্দশা:

  বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হলো পোশাক শিল্প। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশ আসে এই খাত থেকে। বিশ্বজুড়ে 'মেইড ইন বাংলাদেশ...